খোলা বাজার২৪,শনিবার, ২৫ জুন ২০১৬: আমাকে কেউ গ্রেফতার করেনি। যেহেতু মামলার বাদী আমি, তাই এই মামলার তদন্ত সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনার জন্য আমাকে ডাকা হয়েছিল। এমনটাই জানিয়েছেন পুলিশের এসপি বাবুল আক্তার। শনিবার বাড়ি ফিরে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, তদন্ত সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা হয়েছে। পরিবার সংক্রান্ত নানা তথ্য জানতে চেয়েছে তদন্ত কর্মকর্তারা। আমিও তাদের তথ্য দিয়েছি। এখানে বিভ্রান্ত হবার কোনো সুযোগ নেই।
এর আগে শুক্রবার রাতে পুলিশ সুপার বাবুল আক্তারকে রাজধানীর খিলগাঁওয়ে তার শ্বশুরবাড়ি থেকে নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন জানান, রাত ১টার দিকে খিলগাঁও থানার ওসি মাইনুল হোসেন ও ডিএমপির মতিঝিল জোনের উপ-কমিশনার আনোয়ার হোসেন ওই বাসায় গিয়ে ‘আইজিপি স্যার ডেকেছেন, কথা বলবেন’ বলে বাবুল আক্তারকে নিয়ে যায়।
এরপর থেকে বাবুল আক্তারের সঙ্গে আর কোনো ধরনের যোগাযোগ করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন তার শ্বশুর।
গত ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার জিইসির মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।