খােলা বাজার২৪,শনবিার, ২৫ জুন ২০১৬: ঠাকুরগাঁও থেকে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সস্ত্রীক আহত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য । শনিবার (২৪ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের দিনাজপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৈয়দপুর বিমানবন্দর থেকে প্লেনে করে তাদের ঢাকায় আসার কথা ছিলো। কিন্তু বিমানবন্দরে যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনায় কবলিত হয়।
২৫ জুন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা এক বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা প্রধান লেঃ জেনাঃ (অবঃ) মাহবুবুর রহমানের সুস্থতা কামনা করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।