Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Natore-Picture-25-06-16খোলা বাজার২৪,শনিবার, ২৫ জুন ২০১৬: তাপস কুমার, নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার ভোররাতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, একই উপজেলার জোনাইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজু আহম্মেদ, সরাবাড়িয়া গ্রামের ই¯্রাফিল হোসেনের ছেলে এস্কেন্দার আলী, দিঘইর গ্রামের আব্দুর রহিমের ছেলে নাজমুল হোসেন, শহিদুল ইসলামের ছেলে শাকিল আহম্মেদ ও পাবনার চাটমোহর উপজেলার চড়ইকোল গ্রামের মিজানুর রহমান মজনুর ছেলে আব্দুল হামিদ।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এমরান হোসেন জানান, মানিকপুর কলাবাগান এলাকায় একটি অটোভ্যান নিয়ে ৫জনের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদেরকে আটক করে পুলিশ। পরে অটোভ্যান তল্লাশি করে একটি বড় হাঁসুয়া, রামদা, চাপাতি, কান্তি ও চাকু উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ডাকাতি প্রস্তুতির কথা স্বীকার করে। পরে তাদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করে নাটোর জেল হাজতে পাঠানো হয়।