খোলা বাজার২৪,শনিবার, ২৫ জুন ২০১৬: নূরুল আমীণ সিকদার: শিক্ষা জাতীয় করণের লক্ষ্যে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট গাজীপুর জেলা শাখার উদ্যোগে শিক্ষক কর্মচারীদের নিয়ে মতবিনিময় সভা গতকাল শনিবার বিকালে কাজী আজিম উদ্দিন কলেজে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ।
কাজী আজিম উদ্দিন কলেজ অধ্যক্ষ ড. মো: আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের আহবায়ক ও বাংলাদেশ শিক্ষক সমিতি সভাপতি আজিজুল ইসলাম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসাদুল হক, বাশিস মহসচিব মহসিন রেজা, বাশিস প্রেসিডিয়াম সদস্য কাজী আ: লতিফ, বাশিস গাজীপুর জেলার যুগ্ম আহবায়ক মো: আইন উদ্দিন, সমন্বয়কারী শরীফুল ইসলাম, কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবীবুর রহমান, বাশিস নেতা খান মোশারফ হোসেন, দুলাল চন্দ্র চোধুরী, অনুপম বড়ুয়া, আনছার আলী, আবু আহমেদ, আমজাদ হোসেন, সাইফুল ইসলাম, হাসনা পারভীন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি কাজী ফারুক বলেন, ২০১৮ সালের আগেই শিক্ষা জাতীয়করণ চাই। তাঁর জন্য নারী পুরুষ সকলে একত্রে কাজ করতে হবে। পাশ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গে প্রাথমিক লেভেলে একজন শিক্ষকের বিতন ৬৯,৫১৬ রুপি। মাধ্যমিক স্তরে আর বেশি। আমাদের আন্দালন সফল করতে হলে প্রয়োজন শক্তিশালী সংগঠন এবং ঐক্য । তিনি আরও বলেন, আমাদের দেশেও কিছুদিন আগে শিক্ষকদের উন্নত স্কেলে বেতন প্রদানে মাননীয় প্রধান মন্ত্রীকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
সংগঠনের আহবায়ক আজিজুল ইসলাম বলেন, ১৯০৭ সালে একজন শিক্ষকের টি এ ছিল মাত্র ৫ টাকা তা আজকের দিনে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। এসবই হয়েছে আন্দোলন করেছি বলেই। শিক্ষা জাতীয়করণের আন্দোলন গাজীপুর থেকেই প্রথম শুরু হলো। এ আন্দোলনেও আমরা সফল হবো।
অধ্যক্ষ আসাদুল হক বলেন, বাংলাদেশের স্বাধীনতা এসছে বৈষম্যের কারণে সেই দেশে এখন আর কোনো বৈষম্য থাকতে পারেনা। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মত সকল শিক্ষা প্রতিষ্ঠানে চিকিৎসা ভাতা সহ সকল সুযোগ সুবিধা দিতে হবে।
সংগঠন ও আন্দোলনকে গতিশীল করতে ড. আলতাফ হোসেনকে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি গাজীপুর শাখার আহবায়ক, শরিফুল ইসলাম কে সদস্য সচিব ও আইন উদ্দিন কে বাংলাদেশ শিক্ষক সমিতির গাজীপুর শাখার আহবায়ক, আলী আকবর কে সদস্য সচিব করে অনুষ্ঠানে ২ টি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।