খোলা বাজার২৪,শনিবার, ২৫ জুন ২০১৬: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঠাকুরগাঁও থেকে সৈয়দপুর আসার পথে তার ব্যক্তিগত গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় মাহবুবুর রহমানের সঙ্গে তার স্ত্রীও আহত হয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস ইউংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দুর্ঘটনায় আহত হওয়ার পর মাহবুবুর রহমানকে দ্রুত দিনাজপুর হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়েছে।