খোলা বাজার২৪, রবিবার, ২৬ জুন ২০১৬: পুলিশ সুপার বাবুল আক্তারকে সময় দিয়েই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর তার নিরাপত্তার জন্য বাসায় পুলিশ ফোর্স পাঠিয়ে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।
রোববার দুপুরে রাজধানীর ধলপুর মাঠে দুস্থদের মাঝে ঈদের পোশাক বিতরণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি জানান, বাবুলের এক সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগেই তার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি যখন সময় দিয়েছেন তখনই তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আনা হয়। একই সঙ্গে তিনি মামলার বাদী। এ কারণে মামলার তদন্তে যেসব তথ্য এসেছে তা তাকে জানানো হয়েছে। ঘটনা চট্টগ্রামের, অন্যদিকে তিনি থাকেন ঢাকার বাসায়। এ কারণে পুলিশ তার জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করে দিয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাকে আবার বাসায় দেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে মহানগর পুলিশ কমিশনার আরো বলেন,‘মিডিয়াতে যেসব তথ্য আসে তার সবকিছু যে সত্য, তা নয়। এর কোনোটি সত্য আবার কোনোটি মিথ্যাও থাকে। তবে বাবুল আক্তারের যে ঘটনা ঘটেছে তা অবশ্যই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।’
উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে খিলগাঁওয়ের বাসা থেকে বাবুলকে পুলিশ কঠোর গোপনীয়তার মধ্যে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আনে। প্রায় ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শনিবার বিকেল ৪টায় তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়।