খোলা বাজার২৪, রবিবার, ২৬ জুন ২০১৬: আব্দুর রহমান রাসেল,রংপুর: রংপুরের ডক্টরস্ কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্বপ্নের দেশ এসডিএস সংর্স্থা এর মর্ধ্যে চুক্তি সম্পাদন সম্পূর্ণ।
গত বুধবার বিকালে স্বপ্নের দেশ (এসডিএস) সংস্থা একটি আতœকর্মসংস্থান প্রতিষ্ঠান যাহার রেজিঃ নং লাল/৩১৩। হতদরিদ্র দুস্থ্য রোগির স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় সংস্থাটি বর্তমানে রংপুর বিভাগের বিভিন্ন উপজেলায় হতদরিদ্র দুস্থ্য রোগীদের স্বাস্থ্যসেবা করে আসতেছে। সংর্স্থা কর্তৃক হতদরিদ্র রোগীদের স্পল্প মূর্ল্যে রোগী চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে রংপুর ডক্টরস্ কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক জানান। এসময় উপস্থিত ছিলেন, হাসপাতালের পরিচালক ডাঃ আঃ বাকী সরকার, অতিঃ পরিচালক মোঃ মিরাজুল,মহসিন, সংস্থার চেয়ারম্যান , মোছাঃ আরজু আরা বেগম , নির্বাহী পরিচালক মোঃ এনামূল হক, কর্ডিনেটর মামুন অর রশিদ ভোটকা, পীরগাছা উপজেলা সদর ব্যবস্থাপক শাহজাহান সিরাজ মাসুদ, আদিতমারি উপজেলা ব্যবস্থাপক, সনজিৎ চন্দ্র রায় ৪ নং মহেন্দ্র নগর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান, মশিউর রহমান বসুনিয়া স্বপন, সহ হসপিটাল ও সংস্থার কর্মচারী বৃন্দ।