Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ২৬ জুন ২০১৬: মোঃ মোস্তাক আহমেদ মনির, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী jamalpurউপজেলার পিংনা ইউনিয়নের পিংনা গ্রামে শনিবার রাত ১১টায় লাল মিঞা (৬০) নামে এক বৃদ্ধ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তিনি পিংনা জামে মসজিদের ক্যাশিয়ার ছিলেন। মৃত আলাউদ্দিনের ছেলে লাল মিঞা দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন বলে জানা গেছে।
তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রে ইনচার্জ এসআই ইদ্রিস হোসাইন বলেন, নিহত ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রথমে তিনি যমুনা নদীতে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করলেও কিছুক্ষন পরই তিনি ঘরের ধর্ণার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।
ওই ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার হোসেন ঘটনার সত্ততা স্বীকার করেছেন। পুলিশ শনিবার সকালে লালু মিয়ার লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করেছে।