খোলা বাজার২৪, রবিবার, ২৬ জুন ২০১৬: মোঃ মোস্তাক আহমেদ মনির, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় রোববার সকালে দুস্থদের মধ্যে ভিজিএফ’র চাল বিতরন উদ্বোধন করা হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে পৌর এলাকার তিন হাজার ৮১ জন দুস্থদের জন্য ৬১.৬২ মে. টন ভিজিএফ চাল বরাদ্দ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার পর্যন্ত চাল বিতরন করা হবে। বিতরন উদ্বোধন করেন পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন। এ সময় পৌর সচিব আবু সাঈদ, প্রকৌশলী আব্দুল মালেক, কাউন্সিলর জহুরুল ইসলাম, সোহেল রানা, মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।