খোলা বাজার২৪, রবিবার, ২৬ জুন ২০১৬: এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, কুষ্টিয়া : কুষ্টিয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার সকাল ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আনারকলি মাহবুব। এসময় তিনি বলেন, মাদকদ্রব্য একটি সামাজিক ব্যধি। এ সমস্যা সমাধান করতে পারলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনসহ সকল অপরাধ প্রতিরোধ করা সম্ভব। আমাদের সমাজের বড় ও প্রধান সমস্যা। এ সমস্যা সমাধান থেকে মুক্ত হতে আমাদের সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন বলেও উল্লেথ করেন তিনি।
সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট মোহাম্মদ হাবীবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান ও সাফের নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাক।
এর আগে এক বর্ণাঢ্য রালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী,সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।