খোলা বাজার২৪, রবিবার, ২৬ জুন ২০১৬: কামরুল হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ঈদ আনন্দ থেকে বঞ্চিত দরিদ্র পল্লী বস্তি গুলো। ঈদের বাকী আর কিছু দিন। ব্যস্ত জনপদে পরিণত হয়ে উঠেছে ঠাকুরগাঁওয়ের শপিংমল গুলো। কিন্তু ঈদের আমেজ নেই জেলার হত-দরিদ্র গ্রাম ও বস্তি গুলোতে। শহরে ডিসি বস্তিতে ৯০০লোকের বসবাস তবে ভাগ্যে জুটছেনা ঈদের নতুন জামা কাপড়। নিদির্ষ্ট কোন আবাস নেই বলে সরকারী খাস জমির উপর বসবাস করছে এসব হত-দরিদ্র মানুষ। নিম্নমানের খাদ্য সামগ্রী খেয়ে রমজান কাটাতে হয় তাদের। দু’বেলা খাওয়ারের জন্যই প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে। অস্বাস্থ্যকর জরাঝীর্ণ ঘরে বসবারস করছে তারা। তাদের কাছে ঈদ যেন মিছে একটি আনন্দের নাম। এসব বঞ্চিত দরিদ্র মানুষরা জানান, বিত্তবানরা বিলাস বহুল পোষাক কিনলেও তা তাদের জন্য হয়না। একদিন কাজ না করলে উপোষ থাকতে হয় পরের দিন। ঈদ উদযাপন করতে গেলে আমাদের পেটে ভাত জুটবে না। তাই আমাদের কাছে ঈদের আনন্দের চাইতে কাজ জোগাড় করাই বড়। প্রতিনিয়িত দুঃখ-কষ্টের মধ্যে বসবাস করছি। অনেক সময় ঈদের দিন ও ভাল খাবার পরিবেশন হয়না। যদি কোন উপঢৌকণ আমাদের জন্য আসে কখন তা স্থানীয় প্রভাবশালী হাতে চলে যায়। দরিদ্র বস্তিতে থাকা বঞ্চিত এসব শিশুরা ও বললেন তাদের নানা ধরনের দুর্দশা কথা এ বিষয়ে ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সাল আমিন জানালেন, সরকারী বরাদ্দ কৃত গরীব দুখিদের জন্য ৯৮মেঃটন চাল এসেছে যা বিতরণ করা হবে ঈদের আগে। এ সমস্ত হত-দরিদ্র মানুষের কল্যানের জন্য সমাজের উচ্চবৃত্তদের এগিয়ে আসার আহবান ও জানান তিনি।