Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

51খোলা বাজার২৪, রবিবার, ২৬ জুন ২০১৬: জঙ্গিবাদ এখন সারা পৃথিবীতে ভাইরাসের মত ছড়িয়ে পড়ছে, এই রোগ এখন থেকে এন্টিবায়োটিক দিয়েই দমন করতে হবে বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
রোববার (২৬জুন) সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফের চাউল ও ঈদ সামগ্রী বিতরণকালে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, দেশে এখন বিদ্যুতের সামান্য লোডশেডিং খাকলেও সেহরি ইফতার ও তারাবির সময় বিদ্যুৎ চলে যাওয়ার উপক্রম হয়নি, আমরাতো বিএনপি দেখে দেখে চাকরি খাইনি। তবে নিজ থেকে হেদায়েত না হলে নাম বের করে সাসপেন্ড করতে দ্বিধা বোধ করব না বলে হুঁশিয়ারি করে দেন কৃষি মন্ত্রী।
তিনি আজ নালিতাবাড়ী উপজেলার ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী ও তার নিজ তহবিল থেকে থ্রি পিছ ও শাড়ী, ৬ হাজার গরীব দুস্থদের মাঝে ২০ কেজি করে ভিজিএফএর চাল, এছাড়াও ৫০০ পিছ শাড়ী ৫০০পিছ ট্রাইজার ও টি শার্ট ও ৫০০ পিছ শার্ট বিতরণ করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু ওয়ারিশ, উপজেলা ভাইস চেয়ারম্যান আসমত আরা আসমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াইল হক মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক সহ স্থানীয় আওয়ামী লীগের নেরা।