খোলা বাজার২৪, সোমবার, ২৭ জুন ২০১৬: নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) সন্দেহভাজন দুই সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিএমপির পক্ষ থেকে আজ সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
ডিএমপির ভাষ্য, গতকাল রোববার রাতে রাজধানীর ফরিদাবাদ ও কামরাঙ্গীরচর এলাকা থেকে এবিটির দুই সদস্যকে আটক করে ডিবি (দক্ষিণ)। আটক হওয়া দুজন হলেন নাঈম ওরফে সাইফুল ওরফে সাদ ও সোহেল ওরফে শোভেল।
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।