খোলা বাজার২৪, সোমবার, ২৭ জুন ২০১৬: প্রতিবছরের ন্যায় এবারও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন বিএনপি চেযারপারসন বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগের সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে বিএনপির একটি প্রতিনিধি দল সোমবার (২৭ জুন) দুপুরে এ কার্ড পৌঁছে দেন।
বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন আকন কুদ্দুস ও আবদুল আওয়াল খান।
শুভেচ্ছা কার্ড পাঠানোর বিষয়টি নিশ্চিত করে আবুল খায়ের ভূইয়া জানান, আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপের কাছে বিএনপিচেযারপারসনের ঈদ শুভেচ্ছা কার্ডটি দেওয়া হয়েছে।