খোলা বাজার২৪, সোমবার, ২৭ জুন ২০১৬: জাহাঙ্গীর আলম ,কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ১৫৬ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোর রাতে এএসপি সার্কেল মাসুদ আলম, এস আই শেলিম মালিক ও এস আই দুলাল হোসেনের নেতৃত্বে ফুলবাড়ী থানার একদল পুলিশ উপজেলার রামপ্রসাদ এলাকার রেজাউল ইসলামের বাড়ীতে অভিযান চালিয়ে ওই এলাকার আবুল কাশেম তেলীর পুত্র রেজাউল ইসলাম (৩৫) এবং নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা এলাকার নরেশ চন্দ্র বর্মনের পুত্র রনবীর (৩২) নামের দুই মাদক ব্যবসায়ীকে ১৫৬ কেজি গাঁজা সহ হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসে। পরে রামপ্রমাদ এলাকার কাশেম তেলীর পুত্র মিজানুর রহমান(৩৬), কান্দুরা মামুদেরে পুত্র মুকুল মিয়া (৩০) ও জোতিন্দ্র নারায়ন এলাকার শৈলেন্দ্র নাথের পুত্র বিকাশ চন্দ্র(৩৫)কে পলাতক দেখিয়ে এবং আরো অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করেন পুলিশ।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এবি এম রেজাউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।