Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30খোলা বাজার২৪, সোমবার, ২৭ জুন ২০১৬: কাপাসিয়া গাজীপুর : প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটু আই প্রকল্পের সহযোগিতায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আয়োজনে গাজীপুরে সাংবাদিকদের জন্য ডিজিটাল বাংলাদেশ বিষয়ক তিন দিন ব্যাপি রিপোর্টিং কর্মশালা ২৭ জুন সোমবার জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে শুরু হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদ হাসান আনুষ্ঠানিক ভাবে কর্মশালার উদ্বোধন করেন।
গাজীপুর সাংবাদিক ইউনিয়ন সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র সাংবাদিক আতাউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাভিশনের সিনিয়র বার্তা সম্পাদক আবু রুশদ মো. রুহুল আমীন, সাংবাদিক মুকুল কুমার মল্লিক, শেখ মো: শহীদুল্লাহ, অনিল মন্ডল, আলমগীর হোসেন, সৈয়দ লিটন, নূরুল আমীণ সিকদার, কাজী মোসাদ্দেক হোসাইন, আ: রহমান আরমান, আশরাফুল আলম, মন্জুরুল হক, মনিরুজ্জামান, এনামুল হক শ্যামল, মাফুজা মনি প্রমুখ।
অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদ হাসান বলেন, বাংলাদেশ ডিজিটাল হয়েছে আমরা একমত। সাংবাদিকতা মিররের মতো হতে হবে। বাস্তব এবং মতামতের মাঝখানে রয়েছে গণমাধ্যম। সেখানে সাংবাদিকতায় শুদ্ধতা ও সুস্থতা প্রয়োজন।
কর্মশালায় প্রশিক্ষক আবু রুশদ মো. রুহুল আমীন বলেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে ডিজিটাল বাংলাদেশ। যেখানে সুশাসন ও স্বচ্ছতা থাকবে। বাসসের আতাউর রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশে স্থানীয়রা অর্থাৎ গ্রামবাসী কি কি সুবিধা পাচ্ছে, কি সমস্য হচ্ছে? একটি ইউনিয়নে তথ্য সেবা কেন্দ্র কি ধরনের সেবা নিশ্চিত করছে এসব জানতে হবে।