খোলা বাজার২৪, সোমবার, ২৭ জুন ২০১৬: আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ার টোক ইউনিয়নের অসহায়, দুঃস্থ ও দরিদ্র জন সাধারনের মাঝে ২৭ জুন সকাল থেকে বিকাল পর্যন্ত ভিজিএফের চাউল বিতরন করা হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ জলিল চাউল বিতরন উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃীবৃন্দ ও ইউনিয়ন পরিষদের সচিব মো: মনিরুল ইসলাম, অপরাপর সদস্যরা উপস্থিত ছিলেন। ইউনিয়নের ২৫৬০ জন অসহায়, দুঃস্থ ও দরিদ্র জন সাধারনের মাঝে ২০ কেজি করে চাউল দেওয়া হয়। ঈদের আগে ভিজিএফের চাউল পাওয়ায় দরিদ্র মানুষ গুলোর মাঝে বিশেষ খুশির ভাব পরিলক্ষিত হয়।