খোলা বাজার২৪, সোমবার, ২৭ জুন ২০১৬: গোবিন্দগঞ্জগাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সাবেক এমপি কর্নেল (অবঃ) ডা. আব্দুল কাদের খানের আমন্ত্রণে গত রোববার তাঁর বাসভবনে এক ইফতার মাহ্ফিলের আয়োজন করা হয়।
জাতীয় পার্টির ১৫ টি ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত এ ইফতার মাহ্ফিলে উপস্থিত ছিলেন-জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি কর্নেল (অবঃ) ডা. আব্দুল কাদের খান। ইফতাকর পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন-শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান-নজরুল ইসলাম রাজা, শান্তিরাম ইউপির সাবেক চেয়ারম্যান-আব্দুল মজিদ মিয়া, বাজারপাড়া কারিগরি কলেজের অধ্যক্ষ খায়রুল ইসলাম, ইউপি সদস্য-খায়রুল ইসলাম, সাবেক ইউপি সদস্য-আবুল বাসার, জাপা নেতা-আনোয়ার হোসেন মন্ডল, ইউপি সদস্য মনোয়ার সরকার, ইউপি সদস্য ইদ্রিস আলী প্রমূখ। ৫ শতাধিক নেতাকর্মী ইফতার মাহ্ফিলে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে এক বিশেষ মোনাজাত করা হয়।