Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খোলা বাজার২৪, সোমবার, ২৭ জুন ২০১৬: গোবিন্দগঞ্জ গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
জানা গেছে, উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌর এলাকার ৬ লক্ষাধিক মানুষের উন্নত চিকিৎসা সেবা গ্রহণের একমাত্র অবলম্বন সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সটি। উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সটি থেকে উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নিত করা হলেও তা আজও চালু হয়নি। এদিকে ৩১ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে কর্মরত চিকিৎসকরা পালাক্রমে দায়িত্ব পালন করলেও চিকিৎসার মান উন্নয়ন হচ্ছে না। কমপ্লেক্সটির প্রতিটি ওয়ার্ডে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করায় ভর্তিকৃত রোগীরা সেবার মান নিয়ে কথা তুলছেন। লক্ষ্য করা গেছে পুরুষ ও মহিলা ওয়ার্ডে ভর্তিকৃত রোগীদের জন্য বরাদ্দকৃত বেডে বেড শীট, বালিশ ও মশারি চোখে পড়ছে না। বেডগুলি থেকে যেন দুর্গন্ধ ছড়ানোর কারণে রোগীরা বাড়ি থেকে বেড শীট, বালিশ ও মশারি নিয়ে এসে ব্যবহার করছেন। এছাড়া ভ্যাপসা গরমের এ দুর্ষহ সময়ে বৈদ্যতিক পাখাগুলো বিকল হয়ে পড়ায় ভর্তিকৃত রোগীরা অসহনীয় গরমে ছটফট করছেন। বাথরুমগুলোর নোংরা পরিবেশ ও পানি না থাকায় তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে। বর্হিঃ বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসারেরা রোগীদের ব্যবস্থাপত্র দিলেও ফার্মাসিস্টের দায়িত্বপালন করছেন আব্দুল জলিল নামের একজন রিক্সা চালক। এ নিয়ে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.আব্দুর রশিদ মৃধার সাথে কথা হলে তিনি জানান, সরকারিভাবে ধোপা না থাকায় ও কর্মরতদের অবহেলার কারণে ওয়ার্ডগুলোর এমন দুরাবস্থা। তবে এ থেকে উত্তরণের চেষ্টা করা হচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, দায়িত্বরত ফার্মাসিস্ট জাহাঙ্গীর আলমের অনুপস্থিতির কারণে রিক্সা চালক আব্দুল জলিল অবসর সময়ে ফার্মাসিস্টের দায়িত্ব পালন করছেন।