খোলা বাজার২৪, সোমবার, ২৭ জুন ২০১৬: ঢাকা: পলীবিদ্যুত সমিতির কর্মচারী-কর্মকর্তাদের সরকার ঘোষিত শতভাগ পে-স্কেল বাস্তবায়নের দাবীতে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ,ফেনীসহ দেশের সকল জেলায় মানববন্ধন কর্মসুচি পালন করেছে পলীবিদ্যুত শ্রমিক কর্মচারী লীগ।
সোমবার বেলা দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তারা একযোগে এ কর্মসুচি পালন করা হয়।
মুন্সিগঞ্জের কর্মসুচিতে অংশ নেন সংগঠনের কার্যকরি সভাপতি লুৎফর রহমান।
ঢাকায় অবস্থান করে সারা দেশে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচির সার্বিক খোঁজ খবর নেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এনামুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিদ্যুতখাতে উন্নয়নের ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন। তার অবদান অনস্বীকারর্য।
তিনি বলেন, আমরা আশা করছি শেখ হাসিনার সরকার পলীবিদ্যুত সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের জন্য যে পে-স্কেল ঘোষণা করেছেন সেটি শতভাগ বাস্তবায়ন করবেন। পবিত্র রমযান মাসে জামালপুরের শেরপুর এলাকা বাদে প্রায় ৭৬টি জেলা ও উপজেলায় এ কর্মসুচি পালন করেন পলীবিদ্যুত শ্রমিক লীগের নেতা কর্মীরা।
কার্যকরি সভাপতি লুৎফর রহমানসহ কেন্ত্রীয় নেতৃবৃন্দ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার মানববন্ধন কর্মসুচিতে অংশ নেন। এদিকে কেরানীগঞ্জ পলীবিদ্যুত শ্রমিক লীগের কর্মসুচিতে নেতৃত্ব দেন রেজাউল মৃধা, জামাল হোসেন, হারুন, আব্দুল মান্নান, আমিনুল, সুমন দাশ, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম, আবুল, তাপস, ওসমান গনি, আনিসুর রহমান, বিজয় দাশ, কামাল হোসেন, অঞ্জু রানী মালাকার, এডুইন, উৎসব, কামরুল, মোতাহার সহ প্রায় তিনশত নেতাকর্মী।