খোলা বাজার২৪, সোমবার, ২৭ জুন ২০১৬: রামপাল বাগেরহাট: বাগেরহাটের রামপালে জাল টাকা ও জাল ডলার ব্যবসায়ী সিন্ডিকেট সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। একরে পর এক অপরাধ করলেও কিছুতেই তাদের অপরাধ সংগঠনের মাত্রা থামানো যাচ্ছে না বরং অধীকতর বেপরোয়া কর্মকান্ড জোরদারভাবে চালিয়ে যাচ্ছে। ওই সন্ত্রাসী সংগঠনটি অপরাধ জগতের সকল প্রকার অপরাধ দীর্ঘদিন ধরে করলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসছে না। জানা গেছে, উপজেলার তালবুনিয়া গ্রামের আলম মোল্যার পুত্র জাল টাকা ও জাল ডলার ব্যবসায়ী সিন্ডিকেট সন্ত্রাসী গাউছ মোল্যা একটি অবৈধ ব্যবসা সিন্ডিকেট গড়ে তোলে। এরা হলো লিটন মোল্যা, হুমায়ুন আকঞ্জী, জুলহাস মোল্যা, রিপন মোল্যা, হুসাইন বয়াতী, রাসেল শেখ, ওলিয়ার শেখ, সোহেল মোল্যা,আক্কাছ মোল্যা, রফিক মোল্যাসহ ওই সিন্ডিকেটে নারী পুরুষ সমন্বয়ে শক্তিশালী একটি সিন্ডিকেট রয়েছে। এরা বিভিন্ন কৌশলে গত ৩০ বছর ধরে জাল টাকা, জাল ডলার বেচাকেনা, নারী পাচার, ছিনতাই, নারী অপহরন, এলাকায় ঘের দখল, দোকান ভাংচুর, লুটপাট, চাঁদাবাজি, প্রতারণা, এমনকি গরু চুরির মত ঘটনা ঘটিয়ে একর পর এক পার পেয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে, (১) রামপাল থানা মামলা নং-৩, তারিখ- ১১/০৬/২০১৬ ইং, ধারা ১৪৩, ৪৪৮,৪২৭,৩৮০ ও ৫০৬, (২) রামপাল থানা জিডি নং- ৮৬২, তারিখ- ২৪/০৬/২০১৬ ইং, (৩) রামপাল থানার মামলা নং-৫, তারিখ- ১০/০৫/২০১৩ ইং, ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক (খ) জাল টাকা রাখার অপরাধ (৪) রামপাল থানার মামলা নং-৮, তারিখ- ০৫/০৫/২০০৯ ইং ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন /২০০০ (সংশোধনি- ২০০৩ইং) এর ৭ ধারা (৫) মংলা থানার মামলা নং-১০, তারিখ -২৫/০১/২০০৯ ইং, ধারা ৪২০ দন্ডবিধি, (৬) রামপাল থানার মামলা নং-১২, তারিখ- ৩০/০১/২০১০ ইং, ৩৭৯, ৪১১ দন্ডবিধি। এব্যাপারে অভিযুক্তদের সাথে কথা বললে তারা জানায়, নোংরা পলিটিক্স ও ষড়যন্তের শিকার। অভিযোগের বিষয়ে রামপাল থানার ওসি মোঃ বেলায়েত হোসেনের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি জানান, সন্ত্রাসী ও জাল ডলার ব্যবসায়ী সিন্ডিকেট সন্ত্রাসীদের বিষয়ে খোজ খবর নেওয়া হচ্ছে কারা ওই সন্ত্রাসীদের দীর্ঘদিন ধরে আশ্রয় প্রশ্রয় ও মদদ দিয়ে আসছে তাদের বিষয়ও ব্যবস্থা নেওয়া হবে।