খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৮ জুন ২০১৬: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন, দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে ১২ কোটি টাকা মানহানির অভিযোগ এনে আইনি নোটিশ পাঠিয়েছেন জাতীয় হিন্দু মহোজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
সাত দিনের মধ্যে এ টাকা পরিশোধ না করলে দেওয়ানি ও ফৌজদারি আইনের আশ্রয় নেওয়া হবে বলে নোটিশ উল্লেখ করা হয়েছে।
আজ মঙ্গলবার গোবিন্দ চন্দ্র প্রামাণিকের পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী আফসানা বেগম।
নোটিশে বলা হয়, ‘‘২০ জুন দৈনিক জনকণ্ঠে ‘সংখ্যালঘুদের উদ্বেগ ও একরৈখিক চিন্তাভাবনা’ শীর্ষক কলামে গোবিন্দ প্রামাণিককে জামায়াতের ধর্মবিষয়ক সম্পাদক উল্লেখ করা হয়, যা মিথ্যা, বিভ্রান্তি ও ফরমায়েসি প্রতিবেদন।’
নোটিশে মুনতাসীর মামুনকে ‘বুদ্ধিবৃত্তিক জালিয়াতিকারী’ এবং জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদককে ‘জালিয়াতির সহযোগী’ উল্লেখ করা হয়। এতে বলা হয়, ‘তাঁরা ইচ্ছাকৃতভাবে গোবিন্দ্র চন্দ্র প্রামাণিককে ক্ষতির সম্মুখীন করেছেন। প্রকৃতপক্ষে গোবিন্দ প্রমাণিক জামায়াতের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন না।’
নোটিশে উল্লেখ করা হয়, গোবিন্দ প্রামাণিক সামাজিক, মানসিক ও সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তিন বিবাদীকে ৪ কোটি টাকা হারে মোট ১২ কোটি টাকা পরিশোধ করতে হবে।