খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৮ জুন ২০১৬: ২০০১-১৬ পর্যন্ত এই ১৬ বছরে বিভিন্ন সরকার বিশেষ গণগ্রেফতার অভিযান পরিচালনা করে। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর ২ বার গণগ্রেফতার অভিযান হয়। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার আড়াই লাখের বেশি লোককে গ্রেফতার করা হয়। এরপর আওয়ামী লীগ সরকার দুইবারের শাসনামলে ৪ বার গণগ্রেফতার অভিযান পরিচালনা করে।
২০০২ সালের ১৭ অক্টোবর শুরু হওয়া অপারেশন ক্লিনহার্ট অভিযান পরের বছর ৯ জানুয়ারি শেষ হয়। এ অভিযানে গ্রেফতার করা হয়েছিল ১২ হাজার ৬শ’ জনকে।
২০০৪ সালের ১৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বিএনপি সরকার ১৩ দিনে গ্রেফতার করে ৮ হাজার ৫০০ জন ব্যক্তিকে।
২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার ঢাকাসহ সারাদেশে সাড়ে ৬ মাস অভিযান চালিয়ে পুলিশ আড়াই লাখের বেশি লোককে গ্রেফতার করে। এটিই ১৬ বছরের মধ্যে সর্বাধিক গ্রেফতার। ১ জানুয়ারি থেকে ১৭ জুলাই পর্যন্ত টানা এ অভিযান চলে। এ সময় ১ হাজার ৬শ’র বেশি আগ্নেয়াস্ত্র ও ১১ হাজার গুলি উদ্ধার করা হয়।
২০১০ সালে আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের বিশেষ অভিযানের ৭ দিনে ১৭ হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ৯ ফেব্র“য়ারি থেকে ১৭ ফেব্র“য়ারি পর্যন্ত এ অভিযান চলে।
২০১৩ সালে আওয়ামী লীগ সরকারের সময় বিশেষ অভিযানে ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল ৪ মাসে ৩২ হাজার ৯৬৭ জনকে গ্রেফতার করে। এ সময় মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ৩ লক্ষাধিক লোককে।
২০১৫ সালে বিএনপি-জামায়াতের ডিসেম্বর থেকে ৭৭ দিনের অবরোধের সময় ২১ হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় সারাদেশের বিভিন্ন থানায় ১ হাজার ৭২৯টি মামলা দায়ের করেছে পুলিশ।
২০১৬ সালের ১০ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ৭ দিন আওয়ামী লীগ সরকার বিশেষ অভিযান চালায়। অভিযানে শেষ পর্যন্ত কত গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি। তবে পুলিশ হেডকোয়ার্টার্সের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান গণমাধ্যমকে জানিয়েছেন, এ বিশেষ অভিযানে ১৪,৫৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।