খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৮ জুন ২০১৬: ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুমসহ সাত জনের বিরুদ্ধে চার্জশিট প্রদানের ঘটনাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অবিলম্বে এম এ কাইয়ুমসহ সাত জনের বিরুদ্ধে চার্জশিট প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘দেশে বিদেশি নাগরিকসহ বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের ধর্মযাজক, পুরোহিত, খ্রিস্টান, ব্লগার, বাউল-সাধক হত্যাকাণ্ড ঘটছে। এসব হত্যাকাণ্ডের কুলকিনারা করতে চরম ব্যর্থতা ঢাকতেই সরকার বিএনপির ঘাড়ে দোষ চাপানোর অংশ হিসেবেই তাবেলা সিজার হত্যার ঘটনায় এম এ কাইয়ুমসহ সাত জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও চার্জশিট দেওয়া হয়েছে। আসলে সরকার জঙ্গিবাদ ও উগ্রবাদ দমন করার পরিবর্তে বিএনপিসহ বিরোধী দল দমনেই ব্যস্ত থাকার কারণে দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আগেও বলেছি-জঙ্গিবাদ দমন তো দূরের কথা, বরং তাদের আড়াল করতেই তাবেলা হত্যাকাণ্ডসহ পরবর্তীতে সকল হত্যাকাণ্ডে বিএনপির ওপর ধারাবাহিকভাবে দোষ চাপানো হয়েছে।