Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৮ জুন ২০১৬: গত বছরের নভেম্বরে তুরস্ক-সিরিয়া সীমান্তে রাশিয়ান যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার ঘটনায় মস্কোর কাছে ক্ষমা প্রার্থনা করেছে আঙ্কারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় এই ক্ষমা চেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়্যব এরদোগান।
এরদোগান তার বার্তায় ভূপাতিত যুদ্ধবিমানের পাইলট ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনাও প্রকাশ করেছেন। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভের বরাত দিয়ে সোমবার (২৭ জুন) রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোয় এ খবর জানায়।
গত বছরের ২৪ নভেম্বর সিরিয়া সীমান্তে রুশ যুদ্ধবিমান এসইউ-২৪ গুলি করে ভূপাতিত করে তুরস্কের বিমান বাহিনী। এ ঘটনায় তুরস্ক ও রাশিয়ার মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে তুরস্কের সঙ্গে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া। এমনকি তার্কিশদের জন্য প্যাকেজ ট্যুরও বাতিল করে মস্কো।
ওই সময় রুশ প্রেসিডেন্ট পুতিন সাফ জানিয়ে দেন, ‘তুরস্ক ক্ষমা প্রার্থনা না করলে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলা হবে না।’
তারপর থেকে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলে আসছিলো। দীর্ঘ সাত মাস পর তুরস্ক ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে রাশিয়ার কাছে ক্ষমা প্রার্থনা করলো।
ধারণা করা হচ্ছে, তুরস্কের সঙ্গে রাশিয়ার বাণিজ্য সম্পর্কে উন্নয়নের জন্য এই ক্ষমা চাওয়া হয়েছে। তবে এ বিষয়ে তুরস্ক কর্তৃপক্ষ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।