Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

33খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৮ জুন ২০১৬: নওগা: গত প্রায় ১ মাস যাবৎ নওগাঁ শহর এবং তার আশপাশের গ্রাম গুলোয় আশ্রয় নিয়ে জীবন বাঁচিয়ে রেখেছে একটি কালমুখো হনুমান । এতো দীর্ঘদিন হনুমানটি এভাবে ঘোরাফেরা করলেও কারো যেন কোন ভ্র“ক্ষেপ নাই। গত ৬ দিন আগে হনুমানটিকে দেখা গিয়েছিল নওগাঁ শহরের সরকারী গোরস্থানে। উৎসুক মানুষের ভিড়ে এবং খাদ্য ও পানির আভাবে গত মঙ্গলবার শহরের বনানী পাড়ায় এসে স্থানীয় বাসিন্দা মুকুলের বাড়ির একটি গাছে আশ্রয় নিয়েছে। তবে দর্শনার্থিদের কলাহলে অস্থির হয়ে ওই গাছটির পার্শবর্তি খালেক মাষ্টারের বাড়ির ছাদে নেমে যাচ্ছে মাঝে মাঝে। তবে এখানে বাসিন্দারা খুদার্ত হনুমানটিকে আম, মুড়ি, পানিসহ নানান খাবার খেতে দিচ্ছে। গতকাল দুপুরের দিকে হনুমানটি ছাদে নেমে খাবার গুলি খেয়েছে। বড়সরো সাইজের হনুমানটি কোথা থেকে নওগাঁয় এসেছে তা এখনো কেউ বলতে পারছেনা। সচেতন অনেকেই জানান, এভাবে হনুমানটি বেশীদিন বাঁচতে পারবেনা। হনুমানটিকে বাঁচাতে তাঁরা সংশ্লিষ্ট বিভাগের জরুরী ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলামেকে হনুমানটির বিষয়ে মোবাইল ফোনে জানানো হয়। তিনি এ ব্যাপারে বন বিভাগকে বলবেন বলে জানান।