খােলা বাজার২৪, মঙ্গলবার, ২৮ জুন ২০১৬।। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে ১.৫ (দেড়) কোটি টাকার অনুদান দিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড। সম্প্রতি গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অনুদানের চেক তুলে দেন পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাবিবুর রহমান। এসময় পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান ফাহিম আহমদ ফারুক চৌধুরী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পূবালী ব্যাংক লিমিটেড সামাজিক কর্মকান্ডের প্রতি পূর্ণমাত্রায় দায়বদ্ধ। এই দায়বদ্ধতা সমাজের বৃহত্তর স্বার্থে নিবেদিত। পূবালী ব্যাংক লিমিটেড অতীতেও দেশের যে কোন জাতীয় দুর্যোগ মোকাবেলায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এসেছে।