খোলা বাজার২৪, বুধবার, ২৯ জুন ২০১৬: কামরুল হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে আমের প্রলোভ দেখিয়ে ৫ বছর বয়সের এক শিশু ধর্ষনের শিকার হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উত্তর হরিহরপুর গ্রামের অইয়ুব আলীর ছেলে জাহিদ (১৬) ওই শিশুকে একটি আখ ক্ষেতে নিয়ে ধর্ষন করে বলে অভিযোগ ওঠে। ওই দিন রাতেই শিশুটি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি হলে প্রভাবশালীদের চাপে মঙ্গলবার হাসপাতাল ত্যাগ করে। ধর্ষিত ওই শিশুর পিতার অভিযোগ, প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কোন কথা বলার সাহস পাচ্ছিনা। কিন্তু এর পরেও আমার ন্যায্য বিচার চাই। ঘটনা ধামা চাপা দিতে একটি মহল উঠে পরে লেগেছে। এ ব্যাপারে রহিমানপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু ঘটনা শুনেছেন জানিয়ে বলেন, এখন পর্যন্ত পরিষদের দায়িত্ব পাইনি। ঠাকুরগাঁও থানার ওসি মশিউর রহমান এ ঘটনা শোনেনি বলে জানান।