Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Bagerhat-Photo-1(29.06.2016খোলা বাজার২৪, বুধবার, ২৯ জুন ২০১৬: বাগেরহাট : বাগেরহাটে সেলাই মেশিন ও শেলাই সরঞ্জাম বিতারন করেছে বেসরকারি সংস্থা আস বাংলাদেশ। শিশু শিক্ষা ও সংস্কৃতি চর্চা বিকাশ কেন্দ্রের মায়েদের ৩মাস প্রশিক্ষন শেষে সেলাইমেশিন ও সেলাই সামগী বিতারন করেছে। বুধবার সকালে আস বাংলাদেশের নিজস্ব অডিটরিয়ামে অনুষ্ঠিত সেলাইমেশিন বিতারন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অরিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আজমুল হক । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আস বাংলাদেশের সভাপতি হাজরা শহিদুল ইসলাম বাবুল এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজ্জাফ্ফর হোসেন,অবঃ প্রধান শিক্ষক মুখার্জী রবিন্দ্রনাথ,আস বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান,সাংবাদিক সৈয়দ শওকত হোসেন,মোঃ আরিফুল ইসলাম,কে এন কে এস এর নির্বাহী পরিচালক অনিতা রায়, প্রশিক্ষনার্থী রাবেয়া খাতুন, পুতুল রানী , আঞ্জু রবি দাস, পলি আক্তার প্রমুখ।প্রধান অতিথি ১০ জন মায়ের হাতে ১০টি শেলাই মেশিন কাইচি, ফিতা, চক, কাপড়, শেফ কার্ড এবং ৫ জন মা কে কাইচি, ফিতা, চক, কাপড়, শেফ কার্ড তুলে দেন। উলে¬খ্য আস বাংলাদেশ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগীতায় বাগেরহাট রেলরোডে প্রাক প্রথমিক বিদ্যালয় পরিচালনা করে এই বিদ্যালয়ের ৩০ জন মা কে ছয় মাস ব্যাপী শেলাই প্রশিক্ষন প্রদান শেষে পরীক্ষার মাধ্যমে এই সেলাই মেশিন প্রদান করা হয়।