Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২৯ জুন ২০১৬: কামরুল হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও ৪র্থ ধাপের ইউপি thakurgaonচেয়ারম্যান ও সদস্যাদের অনুষ্ঠিত হলো শপথ গ্রহন। ৪র্থ দফা ইউপি নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুৃষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস। ঠাকুরগাঁও সদর উপজেলার ১১ টি ও বালিয়াডাঙ্গী উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা শপথ গ্রহন করেন। এ সময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সাদেক কুরাইশী প্রমূখ।