Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খোলা বাজার২৪, বুধবার, ২৯ জুন ২০১৬: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বাজেট আলোচনায় অংশ নিয়ে বলেছেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগ সরকারের সময়েই দেশের উন্নয়ন হয়েছে, অন্যকোন সরকার কোন উন্নয়ন করেনি।
তিনি বলেন, বিএনপির সময় দেশে হাওয়া ভবনের উন্নয়ন ছাড়া আর কোন কিছু হয়নি।
এরশাদ বলেন, জাতীয় পার্টি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদে ও সংসদের বাইরে সরকারের ভাল কাজে সহযোগিতা ও খারাপ কাজের সমালোচনা করছে। কারণ বিরোধী দল হিসেবে জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা ও জবাবদিহিতা রয়েছে।
স্বাভাবিক প্রাণোচ্ছল ভাষায় একটি সুন্দর বাজেট উপস্থাপনের জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বাজেট একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক পরিকল্পনার রূপরেখা।
ব্যাংকে সাগর চুরির দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ঋণ খেলাপীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই ঋণ খেলাপীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গত ১০ বছরে দেশের সাড়ে ৪ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই পাচার হওয়া টাকা ফেরত আনতে পারলে আর ঘাটতি বাজেট দিতে হতো না, জনগণের ওপর কর ও ভ্যাট আরোপ করতে হতো না।
তিনি বলেন, পানামা পেপার্সে এদেশের অর্থ পাচারকারীদের নাম প্রকাশিত হয়েছে। এসব চিহ্নিত পাচাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ব্যাংকের রিজার্ভ ও টাকা লুটপাটকারীও শেয়ার বাজার কেলেঙ্কারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে এইচ. এম. এরশাদ বলেন, এ ব্যাপারে একটি স্বেতপত্র প্রকাশ করতে হবে।
তিনি বলেন, লুটপাট ও অর্থ পাচার ঠেকাতে পারলে দেশের প্রবৃদ্ধি আরো অনেক বৃদ্ধি পেত এবং দারিদ্রের হার আরো নিচে নেমে আসতো।
গুপ্ত হত্যা বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠার আহবান জানিয়ে তিনি বলেন, আইনের শাসন ও উন্নয়ন একে অপরের পরিপূরক। আইনের শাসন না থাকলে সকল উন্নয়ন কর্মকান্ড ম্লান হয়ে যায়।
এইচ. এম. এরশাদ জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান ও শিক্ষার মানোন্নয়নের জন্য স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান।
জাতীয় পার্টি সবসময় আওয়ামী লীগের সাথে ছিল উল্লেখ করে তিনি বলেন, ১৯৯১ সালের সংসদ থেকে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ এক সাথে সংসদ থেকে পদত্যাগ করে যুগপৎ আন্দোলনের মাধ্যমে খালেদা সরকারের পদত্যাগ ঘটিয়ে ২১ বছর পর সরকারের দায়িত্ব গ্রহণে আওয়ামী লীগকে জাতীয় পার্টি সহযোগিতা করে। পরবর্তীতে মহাজোট গঠন করে আওয়ামী লীগকে বিশাল জয় এনে দিয়েছিল। সর্বশেষ দশম জাতীয় সংসদ নির্বাচনেও জাতীয় পার্টি অংশ নিয়ে দেশের গণতন্ত্র রক্ষায় সহযোগিতা করে।
তিনি প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রাদেশিক সরকার গঠনের দাবি জানান।