Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩০ জুন ২০১৬: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘ইফতার সামনে নিয়ে যারা রাজনীতির কথা বলেন তারা ভালো মানুষ না। অতএব আমি শুধু এবারের খাদ্য সংগ্রহ কর্মসূচির সফলতা তুলে ধরব।’
বুধবার রাজধানীর খাদ্য ভবনে এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি এ ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করে।
কামরুল ইসলাম বলেন, ‘এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব উদ্যোগের ফলশ্র“তিতে কৃষকদের কাছ থেকে সরাসরি সর্বোচ্চ ধান সংগ্রহ করা হচ্ছে। যার পরিমাণ ৭ লাখ মেট্রিক টন। বুধবার অবধি দেড় মাসে ৩ লাখ ৭০ হাজার মেট্রিক টান ধান সংগ্রহ করা হয়েছে। আগামী ৪ জুলাই পর্যন্ত যেহেতু ব্যাংক চালু রয়েছে সেহেতু বন্ধের মধ্যেও ধান সংগ্রহ অভিযান চলবে।’
‘আশা করছি আর ১৫ দিনেই বাকি ধান সংগ্রহ হবে। কৃষকদের কাছ থেকে সরাসরি ৪০ কেজি ধান ৯২০ টাকায় কেনা হচ্ছে। আর এ ধান যে মিল মাড়াই করবে তাদের ২৫% ইনসেনটিভ দেওয়া হবে। যারা মাড়াই করবে না তাদের কাছ থেকে ১ ছটাক চালও কেনা হবে না,’ যোগ করেন মন্ত্রী।
তিনি বলেন, ‘এই কর্মসূচি ব্যর্থ করতে যারা বাধা দিচ্ছে তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে। যারা সফলতার জন্য কাজ করবেন তাদের পুরস্কৃত করা হবে।’
তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা নেতিবাচক দিকের চেয়ে ইতিবাচক দিক বেশি ফলাও করে প্রচার করবেন এই অনুরোধ করছি।’
ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মানবেন্দ্র ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ফয়েজ আহমেদ।