Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩০ জুন ২০১৬: সৌরভ গাঙ্গুলীকে লক্ষ্য করে কয়েকদিন ধরেই নানা কথা বলে আসছিলেন রবি শাস্ত্রী। ভারতীয় দলের কোচের পদের জন্য তাঁর সাক্ষাৎকারের সময় নাকি সৌরভ উপস্থিত ছিলেন না।
ভারতীয় দলের কোচের দায়িত্ব না পেয়ে যেন জ্বলছেন ধোনি-কোহলিদের সাবেক এই টিম ডিরেক্টর। তাই সৌরভকে নানাভাবে আক্রমণ করছেন তিনি। সৌরভ এবার সব আক্রমণের জবাব দিয়েছেন।
এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমে সৌরভ বলেন, ‘রবি শাস্ত্রীর মন্তব্যে আমি রীতিমতো অবাক ও হতাশ। তিনি যদি ভেবে থাকেন, আমার জন্য ভারতীয় কোচ হতে পারেননি, তাহলে তিনি মূর্খের রাজ্যে বাস করছেন।’
ভারতীয় সাবেক অধিনায়ক ক্ষুব্ধ হয়েছেন তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি যেভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, এটা কোনোভাবেই প্রত্যাশিত নয়। তাঁর এমন আচরণে আমি হতাশ হয়েছি।’
তা ছাড়া সাক্ষাৎকারের সময়ে রবি শাস্ত্রীর শারীরিকভাবে অনুপস্থিত থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন সৌরভ, ‘এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে তিনি কেন ব্যাংককে ছুটি কাটাতে গিয়েছিলেন। সাক্ষাৎকারের সময় তাঁর উপস্থিত থাকাটা উচিত ছিল। এসব কথা বলার আগে এখন তাঁর ভাবা উচিত।’