খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩০ জুন ২০১৬: নূরুল আমীন সিকদার, গাজীপুর :প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটু আই প্রকল্পের সহযোগিতায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আয়োজনে গাজীপুরে সাংবাদিকদের ডিজিটাল বাংলাদেশ বিষয়ক তিন দিন ব্যাপি রিপোর্টিং প্রশিক্ষণ ২৯ জুন বুধবার বিকালে জেলা পরিষদ হলরুমে শেষ হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক এস এম আলম প্রধান অতিথি ছিলেন।
গাজীপুর সাংবাদিক ইউনিয়ন সভাপতি বাসসের আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদ হাসান, স্থানীয় সরকার কর্মকর্তা জামিল হাসান, এ টু আই প্রকল্পের কমিনিকেশন এসোশিয়েট তানজিনা শারমিন, সিনিয়র সাংবাদিক মুকুল কুমার মল্লিক, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন কাপাসিয়া ইউনিট আহবায়ক নূরুল আমীন সিকদার, বাসসের জেলা প্রতিনিধি শেখ মো: শহীদুল্লাহ, সম্পাদক আলমগীর হোসেন, কালিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আশরাফুল আলম আইয়ুব, প্রমুখ।
জেলা প্রশাসক এস আলম বলেন, আমি সাংবাদিকদের সম্মান করি। ভালো কাজের জন্য আমার দরজা সবসময় খোলা আছে। সৎ সাংবাদিকতা করলে টাকার অভাব হবেনা। সাংবাদিকদের চোখে আঙ্গুল দিয়ে অন্যায়কে ধরিয়ে দিতে হবে। তিনি আরও বলেন, গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজার বাড়ি যা জেলা প্রশাসক দেখবাল করেন। এটা হাতছাড়া হলে ভূমি দস্যুদের সংগঠন গড়ে উঠবে। বিশাল এই স্থাপত্যের প্রত্যেকটা জায়গা বেদখল হতে পারে। এটা সুরক্ষা করার দায়িত্ব আমাদের সকলের।
অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদ হাসান বলেন, বাংলাদেশ ডিজিটাল হয়েছে আমরা একমত। বাস্তব এবং মতামতের মাঝখানে রয়েছে গণমাধ্যম। সেখানে সাংবাদিকতায় শুদ্ধতা ও সুস্থতা প্রয়োজন। পরে প্রশিক্ষণে অংশগ্রহনকারী ২২ জন সাংবাদিককে সনদ বিতরণ করা হয়।