Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

41খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩০ জুন ২০১৬: জেসিকা চাকমা, রাঙ্গামাটি: ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৬০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। বৃহস্পতিবার দুপুরে পরিষদের মিনি কন্ফারেন্স রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এ বাজেট ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের মুখ্যনির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, পরিষদ সদস্য মো. মুছা মাতব্বর, অংসুই প্রু চৌধুরী, সাধন মণি চাকমা, ত্রিদিব কান্তি দাশ, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, অংসুইপ্রু চৌধুরী, জেবুন্নেছা রহিম ও পরিষদীয় কর্মকর্তারা।
সরকারি অনুদান নির্ভর ৬০ কোটি টাকার বাজেটে উন্নয়ন খাতে নির্মাণ ও পূর্ত ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ১৫ লাখ টাকা এবং সংস্থাপন খাতে ব্যয় হবে ৮ কোটি ৮৫ লাখ টাকা। উন্নয়ন ব্যয় উল্লেখ করে গুরুত্ব দেয়া হয়েছে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, ডিজিটাল রাঙ্গামাটি, সমাজকল্যাণ, শিক্ষা ও সংস্কৃতি, পর্যটনসহ বিভিন্ন খাত। এছাড়াও বাজেটে পরিষদের নিজস্ব খাতে ২ কোটি ৭০ লাখ টাকার সম্ভাব্য আয় দিয়ে সম ব্যয় নির্ধারণ করা হয়েছে।
বাজেট ঘোষণাকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞাময় দিক-নির্দেশনায় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির ফলে পার্বত্যাঞ্চলে আজ শান্তির বাতাবরণ বইছে। প্রধানমন্ত্রী ঘোষিত অর্থনৈতিক মুক্তির সনদ রুপকল্প-২০২১ বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলার আর্থ-সামজিক উন্নয়ন, জনগণের সেবা ও কল্যাণে ২০১৬-১৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত এ বাজেট প্রণয়ন করা হয়েছে।