Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

43খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩০ জুন ২০১৬: মুন্সীগঞ্জ ; মুন্সীগঞ্জ সদরের ৬ ইউপি চেয়ারম্যানরা শপথ গ্রহন করেছেন। বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে সদর উপজেলার নব নির্বাচিত ৬ ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ পরিচালক আবু সালেহ মোঃ মহিউদ্দিন খাঁ , অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ফজলে আজিম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলম মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ,শিক্ষা ও আইসিটি) মোহাঃ হারুনুর রশিদ।

সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল ) মোঃ কায়সার রেজবী কোরায়েশী, ডিষ্টিক ফ্যসিলিটর মোবাশ্বের হোসেন খন্দকার, প্রমূখ । শপথ নেয়া ৬ ইউপি চেয়ারম্যানরা হলেন, শিলই ইউনিয়নের আবুল হাসেম লিটন, ,বাংলাবাজারে সোহরাফ হোসেন পীর, আধারায় সামসুল হক কবির, মোল্লাকান্দিতে মহাসিনা হক কল্পনা, মহাকালীর রিয়াজুল ইসলাম (বিরাজ), চরকেওয়ারের আক্তারু জ্জামান জীবন। এছাড়াও এসব ইউনিয়নের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা সদর উপজেলায় শপথ গ্রহন করেন।