খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩০ জুন ২০১৬: পিরোজপুর : বরিশাল র্যাব-৮ এর একটি দল বুধবার রাতে পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলার চরখালী বাজারে অভিযান চালিয়ে ৩৫ হাজার ৫শত টকার জাল নোটসহ তিনজনকে আটক করেছে ।
আটককৃতরা হলেন-মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মৃত সাইদুল ইসলামের ছেলে আলামিন হাওলাদার (১৮), আব্দুল কাদেরের ছেলে রুবেল হাওলাদার (২০), ফজলুল হক ফরাজির ছেলে মো.মোহসীন ফরাজি(৩৪)।
র্যাব-৮ এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা ভান্ডারিয়া উপজেলার চরখালী বাজারে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা তিনজনকে আটক করে। এ সময় মোহসিন ফরাজির কাছ থেকে ২৯হাজার৫০০ টাকার জাল নোট, রুবেলের কাছ থেকে ২হাজার টাকা ও আলামিন হাওলাদারের শরীরের তল্লাশি চালিয়ে ৩হাজার৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ কামরুজ্জামান তালুকদার জানান,আটককৃতদের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় দায়ের করা হয়েছে।