Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩০ জুন ২০১৬: ওবায়দুর রহমান লিটন: আশুলিয়ায় যাত্রীবাহী একটি মিনি বাস উল্টে এক নারী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরো পাঁচ জন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর বাসষ্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুরে একটি মিনি বাস আব্দুল্লাহপুর থেকে যাত্রী নিয়ে নবীনগরে রওয়ানা দেয়। পরে মিনি বাসটি নবীনগর এলাকায় পৌছলে ঘুরানোর সময় পিছন থেকে অপর একটি মিনি বাস নিয়ন্ত্রন হারিয়ে ওই বাসটিকে ধাক্কা দেয়। এসময় ওই বাসটি মহাসড়কের উপরে উল্টে যায় এবং এক নারী ঘটনা স্থলেই নিহত হয়। আহত হয় আরো অন্তত পাঁচ জন। পরে আহতদের দ্রুত উদ্ধার করে গণ স্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এঘটনার পর থেকে দুটি বাসের চালক পলাতক রয়েছে। এঘটনায় ঢাকা আরিচা মহাসড়কে প্রায় আধা ঘন্টা যানচলাচল বন্ধ থাকে।