খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩০ জুন ২০১৬: গোবিন্দগঞ্জ গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এক মাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান রংপুর সুগার মিল সাহেবগঞ্জ বাগদা ফার্ম জোন এলাকায় আদিবাসিদের নিকট থেকে অধিগ্রহনকৃত ১৮৪২.৩০ একর ভূমি উদ্ধারের দাবীতে ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, গাইবান্ধা জেলা আদিবাসি পরিষদ ও পারগানা পরিষদের যৌথ উদ্দ্যোগে কাঁটা মোড় নামক স্থানে সাহেবগঞ্জ/বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সহ-সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের সভাপতিত্বে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জাতীয় ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, জাতীয় আদিবাসি পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা দীপায়ন খীসা ও জাতীয় আদিবাসি পরিষদের সাধারন সম্পাদক সুধীন চন্দ্র মুন্ডাসহ অনেকে
উল্লেখ্য, রংপুর সুগার মিলটি বিগত ১৯৫৭-১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়। এর পূর্বে ১৯৫৪-১৯৫৫ সালে তৎকালীন গোবিন্দগঞ্জ থানার সাপমারা ইউনিয়নের নরেঙ্গাবাদ, রামপুর, সাপমারা, চকরহিমাপুর ও মাদারপুর মৌজার প্রায় ২ হাজার ৫শ’ পরিবারের কাছ থেকে মোট ১৮৪২.৩০ একর জমি আখ চাষের জন্য সরকারী ভাবে অধিগ্রহণ করা হয়। সুগার মিলটি চালু হওয়ার পর থেকে নানা অনিয়ম ও দূর্নীতির কারণে বেশির ভাগ মৌসুমেই মিলটিকে ব্যাপক লোকসান গুণতে হয়। ইক্ষু চাষ না করে ওই সব জমিতে লীজ গ্রহনকারীরা অন্যান্য ফসল চাষ করার ফলে সরকারী শর্ত ভঙ্গ হওয়ায় তারা ভূমি ফেরতের দাবীতে সমাবেশ করে। সমাবেশ শেষে একটি র্যালি ফার্ম এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।