খোলা বাজার২৪ শুক্রবার, ১ জুলাই ২০১৬: নারায়ণগঞ্জের কালিবাজার বিআইডব্লিটিএ অডিট্রিয়াম কক্ষে ঈদুল উপলক্ষে নৌ পুলিশ সুপারের কঠোর নিরাপত্তার ভূমিকায় বিভিন্ন প্রকার শ্রমিক নেতাকর্মীদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত করেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ৩ টার সময় নারায়ণগঞ্জে সকল অঙ্গসংগঠনের সম্মতি ক্রমে তাদের উপস্থিতে কালিবাজার বিআইডব্লিটিএ অডিট্রিয়াম কক্ষে ঈদুল উপলক্ষে নৌ পুলিশ সুপারের অধীনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতায় নিরাপত্তার ভূমিকা থাকবে নৌ চলাচল পথযাত্রীদের উদ্দেশ্য ক্রমে।
ঈদ-উল ফিতর বর্তমান অর্থবছর-২০১৬ সালের নৌ নিরাপত্তার কঠোর জোরধারে সমন্বয় সভা উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মো: আব্দুল মান্নান পিপিএম, পুলিশ সুপার নৌ পুলিশ পূর্ব বিভাগ, নারায়ণগঞ্জ জেলা পুলিশ, সার্কেল মাসুদ, পুলিশ এসআই আতাউর রহমান, না.গঞ্জ জেলা ইপ-পরিচালক গোলাম মোস্তফা, কারগো ট্রলার শ্রমিক ইউনিয়ণ ও কেন্দ্রিয় কমিটির সভাপতি, জাহাঙ্গীর আলম, যাত্রীচলাচল ও নৌ যান চলাচলের না.গঞ্জ জেলা সভাপতি, বদিউজ্জামান, না.গঞ্জ জেলা জাহাজ বাল্কহেড সভাপতি, মাহবুবুল আলম শিশির, না.গঞ্জ জেলা শ্রমিক কর্মচারী নৌযানের সভাপতি সরদার আলমগীর মাষ্টারসহ আরো অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও উপস্থিত ছিলেন।
আলোচনা সভার সমন্বয় কক্ষে প্রধান অতিথি বলেন, আমরা কঠোর নিরাপত্তার জন্য রয়েছি আপনাদের পাশে পূর্বের ঈদ-উল ফিতরের তুলনায় বর্তমান ২০১৬ সালের অর্থ বছরে আইনশৃঙ্খলা বাহিনী নৌ পথচারীদের পথচলার সুবিধার্থে আমাদের সকল প্রশাসন কাজ করবে আপনাদের জন্য।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সার্কেল মাসুদ বলেন, আমার আইনশৃঙ্খলা বাহিনী এমনি রাত তিন টার পরও কোন ধরনের সমস্যা সৃষ্টি হলে চলে যেতে হয় ঘটনা স্থালে। আমাদের চাকরি এমনি আপনারা হয়তো বুঝে থাকেন আমরা অনেক সুখে আছি তাই নয়।
না.গঞ্জ জেলা শ্রমিক কর্মচারী নৌযানের সভাপতি সরদার আলমগীর মাষ্টার বলেন, ইরাদারদের বিভিন্ন প্রকার অনৈতিক কর্মকান্ড, নৌ পথে চাঁদাবজির বেপরোয়া বেশী, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় চাঁদাবাজি অনেক প্রকার চলে থাকে, লঞ্জঘাট এলাকা ট্রাক টার্মিনাল থেকে সড়ক পথের দুই পাশে অবৈধ স্থাপনা থাকার কারনে পথচারীদের সড়ক দূর্ঘটনা বেড়ে চলছে। এ ধরনের অপরিকল্পিত স্থাপনা গুলো অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
আরো নেতাকর্মীরা বিভিন্ন প্রকার আইনশৃঙ্খলা প্রতি শ্রদ্ধা রেখে সমাজিক স্বার্থে দেশের মানুষের পথচলার নিরাপত্তার কথা বলে উক্ত অনুষ্ঠান জ্ঞাপন করেন। আরো প্রমূখ শ্রমিক নেতাকর্মীরা উপস্থিত বক্তব্যে পেশ করেন।