খোলা বাজার২৪ শুক্রবার, ১ জুলাই ২০১৬: দবিরুল ইসলাম লিটন পাঁচবিবি : পাঁচবিবিতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। ৩০ জুন সকালে ১৬১ তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালন উপলক্ষে উচাই আদিবাসী যব সংঘের আয়োজনে ব্র্যাক সম্বনিত উন্নয়ন কর্মসূচির সহযোগীতায় সকালে উচাই বাজার এলাকাই র্যালী শেষে ফুটবল খেলার মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা গোদা উড়াও এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, আদিবাসী নেতা সহকারী অধ্যপক সুর্দসন চন্দ্র, অধ্যক্ষ নওশাদ আলী, ব্র্যাক সম্বনিত উন্নয়ন কর্মসূচির জেলা ম্যানেজার রবাট মার্ডী, জেরকার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গজেন্দ্রনাথ সরকার, প্রোগ্রাম অর্গানাইজার সোনারাম মার্ডি প্রমুখ।