খোলা বাজার২৪ শুক্রবার, ১ জুলাই ২০১৬: দবিরুল ইসলাম লিটন পাঁচবিবি : পাঁচবিবিতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। ৩০ জুন ১৬১ তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালন উপলক্ষে পামদোর পল্লী শ্রী ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে ইউরোপীও ইউনিয়নের সহযোগিতায় উপজেলার বেলপুকুড় এলাকায় বর্ণাঢ্য র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, সভাপতিত্ব করেন পামদোর প্রধান নির্বাহী হৈমন্তি সরকার। আরোও বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের শান্তুনু শাহা, পামদোর ম্যানেজার মাহাবুবুর রহমান, অন্তিম সরকার, জিয়াউর রহমান প্রমুখ। আলোচনার পূর্বে সাওলাতাল বিদ্রোহে প্রাণ উৎসর্গকারীদের স্বরণে প্রতিকী মিনারে পুস্পক স্তবক অর্পন ও আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।