Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24খোলা বাজার২৪ শুক্রবার, ১ জুলাই ২০১৬: জয়পুরহাট : জয়পুরহাটে আখের রোগ, পোকা দমন, গোড়ায় মাটিদেয়া, ঝাড় বাধা, উপরিসার ও কীটনাশক প্রয়োগ এবং আখ চাষ বিষয়ক পদ্ধতি প্রদর্শন ও উদ্বুদ্ধকরন করা হয়েছে।বৃহস্পতিবার জয়পুরহাট সদরের বেল আমলা গ্রামে জয়পুরহাট চিনিকলের আয়োজনে আখ চাষ বিষয়ক পদ্ধতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি চাষীদের সাথে কথা বলেন বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প কর্পেরেশনের চেয়ারম্যান এ,কে, এম দেলোয়ার হোসেন। এসময় সরেজমিনে কৃষকদের আখ খেতে পরিচর্যার পদ্ধতি দেখানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট চিনিকলের ব্যাবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট চিনিকলের জিএম (কৃষি) শাহনুর রেজা, চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক খোরসেদ আলম, আখ চাষী সমবায় সমিতির সাধারন সম্পাদক হারুনুর রশিদ। এবছর সাত হাজার দুইশত একর জমিতে আখ চাষ করা হয়েছে।