Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30খোলা বাজার২৪ শুক্রবার, ১ জুলাই ২০১৬: মন্জুরুল হক, গাজীপুর: ঢাকা কিশোরগহঞ্জ সড়কের গাজীপুরের কাপাসিয়ার শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ সংলগ্ন কিশোরগঞ্জগামী অন্যন্যা ক্লাসিকের (নং-ব- ৭৪৪৭) চাপায় অটো রিকসার ৭ যাত্রী ১ জুন সকাল ১০ টার দিকে গুরুতর আহতবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
আহতরা হলেন, গফরগাও থানার টাঙ্গাব গ্রামের জামালের ছেলে জুয়েল (৪০), জায়েদ আলীর স্ত্রী রিজিয়া (৫০), গিয়াস উদ্দিনের স্ত্রী ফিরোজা (৫০), গিয়াস উদ্দিন (৭০), কাপাসিয়া দরগাপাড়া গ্রামের মাসুদের স্ত্রী নেহার (৪০) , পেওরাইট গ্রামের আফাজের ছেলে সুমন (৩০) একই গ্রামের জালালের স্ত্রী আনোয়ারা (৪৫)।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার আলতাফ হোসেন জানান, আহত নেহার এবং জুয়েলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল অন্যন্যদের এ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আহতদের গুরুতর জখম রয়েছে। কাপাসিয়া থানার এস আই তরিকুল ইসলাম জানান, অন্যন্য পরিবহনের ঘাতক বাসটি আটক করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।