খোলা বাজার২৪ শুক্রবার, ১ জুলাই ২০১৬: ঈশ্বরদী পাবনা: ঈশ্বরদী পৌর বিএনপির কমিটি থেকে ঈশ্বরদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে গতকাল শুক্রবার বিকেলে ৯৩ জন পদত্যাগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক পৌর মেয়র ও সাবেক পৌর বিএনপির সভাপতি মকলেছুর রহমান বাবলু।
লিখিত বক্তব্যে বাবলু বলেন, ঈশ্বরদীর পৌর বিএনপিকে শক্তিশালী করতে পৌর এলাকার বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ ও সোচ্চার হয়েছেন। ঠিক সেই সময়ে গত ১৯ জুন পাবনা জেলা বিএনপির সভাপতি/সম্পাদক ঈশ্বরদী পৌর বিএনপির একটি পকেট কমিটি গোপনে অনুমোদন করেছেন। যাহা সম্পূর্ণ অগণতান্ত্রিক, স্বেচ্চাচারিতা মূলক ভাবে বিএনপির গঠনতন্ত্র পরিপন্থি প্রক্রিয়ায় ব্যক্তিস্বার্থে গঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রিয় কমিটির যুগ্ন মহাসচিব মোঃ শাহজাহান স্বাক্ষরিত দলকে পূণগঠনের নির্দেশ পত্র পাওয়ার পর থেকে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটি গঠন র্প্বূক জেলা বিএনপিতে প্রেরণ করা হয়। ঈশ্বরদীর তৃণমূল বিএনপির নেতৃবৃন্দ ও সমর্থকেরা দুই দিকপাল মকলেছুর রহমান বাবলু ও জাকারিয়া পিন্টুসহ সিনিয়র নেতৃবৃন্দদের দিয়ে শক্তিশালী পৌর বিএনপির কমিটি দেখতে চায়।
সংবাদম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শামসুল আলম, আক্তারুজ্জামান, জাহিদুর রহমান, আলহাজ্ব সুমার খান, আমিনুর রহমান স্বপন, আতাউর রহমান পাতা, এসএম ফজলুর রহমান, ইসলাম হোসেন জুয়েল ও ইমরুল কায়েস সুমনসহ পদত্যাগকৃত ও স্থানীয় পৌর বিএনপির নেতৃবৃন্দ।