খোলা বাজার২৪ শুক্রবার, ১ জুলাই ২০১৬: রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার দিঘীবরাব এলাকার খাল থেকে নাজির হোসেন নামে এক নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। নাজির হোসেন জেলার ফতুল্লা থানার ভাসানচর এলাকার চাঁন মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, গত চার দিন আগে ফতুল্লার ভাসানচর এলাকা থেকে নাজির হোসেন নিখোঁজ হন। নাজির হোসেনকে না পেয়ে পরিবারের সদস্যরা ফতুল্লা থানায় একটি সাধারন ডায়েরী করেন। শুক্রবার সকালে উপজেলার তারাব পৌরসভার দিঘীবরাব এলাকার একটি খালের পানিতে নাজির হোসেনকে তলিয়ে যেতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশের সহযোগিতায় নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা হয়।