খোলা বাজার২৪ শুক্রবার, ১ জুলাই ২০১৬: রফিকুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ: পবিত্র ঈদুল ফিতর ও সাধারন ছুটির কারণে ১ জুলাই শুক্রবার থেকে ৮ জুলাই পর্যন্ত ৮দিন বন্ধ থাকবে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ। ফলে সব ধরনের কার্য্যক্রম বন্ধ থাকবে। সোনামসজিদ স্থল বন্দর সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ হারুন অর রশিদ জানান, পবিত্র ঈদুল ফিতর ও সাধারন ছুটির কারণে ১ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত ৮দিন স্থলবন্দরের কার্য্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ জুলাই থেকে যথারিতি বন্দরের র্কায্যক্রম পূণরায় শুরু হবে। তবে সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে পাশপোর্ট ধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।