Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

36খোলা বাজার২৪ শুক্রবার, ১ জুলাই ২০১৬: মোঃ আফজাল হোসেন, দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী সাব-রেজিস্টার অফিসের সামনে দলিল লেখক (ডিড রাইটার) মোঃ সোহরাব হোসেন (সুজন) এর দোকানে পুলিশ তল্লাশি চালিয়ে জাল ষ্ট্যাম্প, পাকিস্তানি ষ্ট্যাম্প, সরকারি অফিসের সীল, সরকারি অফিসের বিভিন্ন ফরম, ব্যবহার ও জালিয়াতির কারণে আটক ০৩। ঘটনার বিবরণে জানা যায় দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার গৌরীপাড়া (থানাপাড়া) গ্রামের মৃতঃ সুলতান ইসলামের পুত্র মোঃ সোহরাব হোসেন (সুজন) (৪০), পূর্ব গৌরীপাড়া গ্রামের মোঃ এনামুল হকের পুত্র মোঃ নয়ন কবির (২৫), শ্রীহরিপুর গ্রামের মৃতঃ সোলায়মান হোসেনের পুত্র মোঃ আঃ জলিল (৪৭), গংরা দীর্ঘদিন ধরে গোপনে পাকিস্তানি জাল ষ্ট্যাম্প, বাংলাদেশী জাল ষ্ট্যাম্প ব্যবহার করে জমি ক্রেতাদের নিকট বিক্রী করে এবং জাল দলিল তৈরি করে আসছিল। এমনকি উক্ত প্রতারকরা সরকারি বিভিন্ন দপ্তরের ১০৬টি সীল বিভিন্ন সরকারি ফরম ৩০৯টি আটক করেন। এমনকি তার দোকানে থাকা কম্পিউটারের হার্ডডিস্কটি থানা পুলিশ তার দোকান থেকে জব্দ করেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মকছেদ আলী গোপন সূত্রে সংবাদ পেয়ে গত ৩০শে জুন বিকেল ৩টায় আটককৃত ব্যক্তির দোকানে অভিযান চালিয়ে এসব অবৈধ কার্যক্রমের কাগজপত্র, সরকারি সীলসহ জাল ষ্ট্যাম্প উদ্ধার করেন। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা, ফুলবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন মৃধা। তাদের উপস্থিতিতে আটককৃত বিভিন্ন কাগজপত্র যাচাই বাছাই করে জালিয়াতির প্রমান পাওয়ায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতায় আইনের ২৫ এর ক ধারায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-১৪, তারিখ ৩০/০৬/২০১৬ ইং। এছাড়া অজ্ঞাত নামা আরো ৫/৬ জনার বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলার আইও এস.আই আক্কেল আলী। আটককৃত ৩ ব্যক্তিকে গতকাল শুক্রবার দিনাজপুর জেল হাজতে প্রেরণ করেন। এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোকছেদ আলীর সাথে কথা বললে তিনি জানান আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বহু লোকের অভিযোগ রয়েছে। এছাড়া সরকারি কর্মকর্তাদের সীল তৈরি করে স্বাক্ষর জালিয়াতি এবং পাকিস্তানি ষ্ট্যাম্প ও বাংলাদেশী ষ্ট্যাম্প জাল বিক্রির দায়ে এবং ভূয়া কাগজপত্র তৈরি কারণে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।