খোলা বাজার২৪ শুক্রবার, ১ জুলাই ২০১৬: আজিজ, রুহিয়া : ঠাকুরগাঁও সদর উপজেলাধীন রুহিয়া থানার সাবেক চেয়রম্যান মোস্তফা কামালের বাড়িতে বি.এন.পির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সান্তনা দেন এবং বলেন, এই সরকার এর আমলে কোনো মানুষ শান্তিতে থাকতে পারেনা খুন,গুম সহ অনেক ধরনের ঘটনা ঘটিতেছে। মোস্তফা চেয়ারম্যানের বাড়িতে তার ভাই বলেন, আমরা ৩৫১ ভোট বেশি পেয়ে ৭মে ইউ.পি নির্বাচনে বিজয়ী ঘোষণা করে। পরবর্তীতে ঠাকুরগাঁও সদর উপজেলায় অনিল চন্দ্র সেনকে বিজয়ী ঘোষণা করে। এখন আমার ভাইকে মিথ্যা মামলা দিয়ে জেল খানায় রয়েছে।