Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44খোলা বাজার২৪ শুক্রবার, ১ জুলাই ২০১৬: চট্টগ্রামের প্রতিনিধিত্বশীল সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অবসর সাংস্কৃতিক গোষ্ঠী চট্টগ্রাম এর কার্যকরী ও উপদেষ্টা পরিষদ গঠনকল্পে এক সভা গত ২৭ জুন সংগঠনের মোমিন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অবসর প্রতিষ্ঠাতা প্রাবন্ধিক মো. সঞ্জিত আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে মো. সঞ্জিত আলমকে সভাপতি, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবকে সাধারণ সম্পাদক ও আবৃত্তিশিল্পী সৌভিক চৌধুরীকে সহ-সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্যে সংগঠনের ‘কার্যকরি পরিষদ’ (২০১৬-২০১৮) গঠন করা হয়।

এছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বংশীবাদক উস্তাদ আজিজুল ইসলামকে প্রধান উপদেষ্টা এবং দেশের প্রথিতযশা শিল্পী, সাহিত্যিক, শিক্ষাবিদ, গবেষক ও বুদ্ধিজীবী সমন্বয়ে ‘উপদেষ্টা পরিষদ’ গঠন করা হয়।

অবসর কার্যকরি পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ হলেন- শিপ্রা চৌধুরী (সহ সভাপতি), প্রণবরাজ বড়–য়া (সাংগঠনিক সম্পাদক), মার্জিয়া সুলতানা (সাহিত্য-প্রকাশনা ও অর্থ সম্পাদক), রাজগোপাল রাজু (প্রচার ও জনসংযোগ সম্পাদক), সুমাইয়া আক্তার দোলা (সাংস্কৃতিক সম্পাদক) ও সাইফুজ্জামান রিয়েল (সমাজকল্যাণ সম্পাদক)। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিপ্রা চৌধুরী, শফিক আহমেদ সাজীব, সৌভিক চৌধুরী, মার্জিয়া সুলতানা, রাজ গোপাল রাজু প্রমুখ।